Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমাকে মেরেছে কয়েকবার, মৌসুমীকে মেরেছে: ওমর সানী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ০২:০১ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০২১, ০২:০১ PM

bdmorning Image Preview


ঢাকাই চলচ্চিত্রের একসময়ের সাড়াজাগানো জুটি ওমর সানী-মৌসুমীকে নিয়ে মৃত্যুর গুজব কে ছড়িয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওমর সানী।

শুধু তা-ই নয় এটিএম শামসুজ্জামানের মৃত্যুর আগে বহুবার তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল এবং সবশেষ নায়ক আলমগীরকে নিয়ে মৃত্যুর গুজব কারা ছড়াল তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওমর সানী।

এসব গুজবের বিরুদ্ধে সোচ্চার ওমর সানী মনে করেন ইউটিউব কন্টেন্টের ক্ষেত্রে একটা নীতিমালা থাকা উচিত।

এ বিষয়ে সোমবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ওমর সানী।

সেখানে লিখেন, ‘ইউটিউব চ্যানেলের প্রতি একটা নীতিমালা থাকা উচিত, তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে থাকা উচিত, তা কি হচ্ছে? কত হাজার গুঞ্জন হলে নীতিমালা করবেন?

‘আমাকে মেরেছে কয়েকবার। মৌসুমী কে মেরেছে, এটিএম সাহেবকে মেরেছিল অনেকবার আরও অনেককে মেরেছে মিথ্যা তথ্য দেয়া এবং কাল্পনিক গল্প, আজ জলজ্যান্ত আমাদের চলচ্চিত্রের বটবৃক্ষ আলমগীর সাহেবকে মারলেন। না উনি মারা যাননি, বেঁচে আছেন।’

এই অভিনেতা লিখেন, ‘কয়েক দিন আগে দেখলাম সাইডলাইনে বসে থাকা একটা মেয়েকে তার অসুস্থতা ও অসহায়ত্ব নিয়ে তাকে নায়িকা বানিয়েছেন, আসলে উনি নায়িকা নয়। আরও অনেক গল্প।’

এ রকম মিথ্যা কনটেন্ট বানিয়ে তাদের বিক্রি করা হচ্ছে উল্লেখ করে ওমর সানী লিখেন, ‘একটা নীতিমালা হওয়া উচিত। কোনো কন্ট্রোল নেই। আমাদের বিক্রি করে দেদার পয়সা কামাচ্ছে তারা। যারা এগুলো করছে তারা কী মানুষ নাকি।

‘যাই হোক তথ্যমন্ত্রী এবং রাষ্ট্র মহোদয়কে বললাম।’

Bootstrap Image Preview