Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সায়নীকে আঙুল তুলে হুঁশিয়ারি দিলেন পুলিশকর্মী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ০৩:০৮ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০২১, ০৩:০৮ PM

bdmorning Image Preview


ভোটের দিন পুলিশ কর্মীর সঙ্গে বিবাদে জড়ালেন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। বার্নপুরের শান্তিনগর সংলগ্ন সোনামাটি স্কুলের বাইরে রাজ্য পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

অভিযোগ, বুথের সামনে ভিড় করেছিলেন তৃণমূলের লোকজন। পুলিশ তা সরাতে গেলেই সায়নীর সঙ্গে বিবাদে জড়ান। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থীর পাল্টা অভিযোগ, বিজেপির প্রতি পক্ষপাত রয়েছে স্থানীয় পুলিশের কিছু কর্মীর।

এদিন সকাল থেকেই আসানসোল দক্ষিণের বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন সায়নী। সোনামাটি স্কুলের বুথে তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বিনোদ যাদব। সায়নীর সঙ্গে বিনোদ বুথের ভিতরে ঢুকে পড়লে কেন্দ্রীয় বাহিনী তাঁকে বের করে দেয়।

এরপরই বুথের বাইরে এসে সায়নী অভিযোগ করেন, তাঁর দলের ছেলেদের উপর লাঠিচার্জ করা হয়েছে। তা নিয়েই এএসআই নিত্যানন্দ মণ্ডলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বচসার মধ্যেই তাঁর নাম জানতে চান সায়নী। তখনই নিত্যানন্দবাবু সায়নীর দিকে আঙুল তুলে বলেন, ‘মাই নেম ইজ এন মণ্ডল।’ তাতে আবার সায়নী বলে ওঠেন ‘ডোন্ট শাউট’।

এদিকে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, ‘লোক শাসানোই ওদের নীতি। এটা স্বাভাবিক যে প্রতিপক্ষ যিনি আছেন, তিনিও একথা বলবেন।’

সূত্র: সংবাদ প্রতিদিন

Bootstrap Image Preview