Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রযোজকের শরীরের গন্ধ জানতে চাওয়ায় অভিনেত্রীর উত্তর ‘শুঁকে দেখিনি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ০৩:১৭ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০২১, ০৩:১৭ PM

bdmorning Image Preview


চলতি বছর অস্কারে সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইয়া-জাং উন। হলিউডের স্বনামধন্য অভিনেতা ব্রাড পিটের প্রযোজিত ‘মিনারি’ ছবিতে অভিনয়ের জন্য অস্কার জিতেছেন এ অভিনেত্রী। দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী হিসেবে তিনিই প্রথম এই সম্মাননা পেলেন।

অস্কারে এক সাংবাদিক ৭৩ বছর বয়সী ইয়া-জাং উনকে প্রশ্ন করেন, ব্রাড পিটের শরীরের গন্ধ কেমন? উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘আমি তার গন্ধ শুঁকে দেখিনি। আমি কুকুর নই।’

প্রসঙ্গত, অস্কারের মঞ্চে ৫৭ বছর বয়সী ব্রাড পিটের সঙ্গে প্রথম দেখা হয় ইয়া-জাং উনের। তিনি বলেন, ‘জনাব ব্র্যাড পিট, শেষ পর্যন্ত দেখা হয়ে ভালো লাগছে। শুটিংয়ের সময় কোথায় ছিলেন? আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মান অনুভব করছি। ’

Bootstrap Image Preview