Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাস্ক না পরায় রোদে বসিয়ে শাস্তি দিচ্ছে পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ০৮:৪০ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০২১, ০৮:৪০ PM

bdmorning Image Preview


মহামারি করোনাভাইরাস রোধে স্বাস্থ্যবিধি না মানার জন্য কঠোর অবস্থান নিয়েছে ময়মনসিংহের পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে নগরীর নতুন মোড় এলাকায় যাদের মাস্ক ছাড়া দেখা গেছে তাদের মাস্ক পরিয়ে কিছুক্ষণ রোদে বসিয়ে শাস্তি দেয়ার ঘটনা ঘটেছে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাস্ক বিতরণ কর্মসূচি পালনের এসময় মাস্কহীন প্রায় ৫০ জনকে এ শাস্তির আওতায় আনে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী জানিয়েছেন, মানুষ স্বাস্থ্যবিধি যেন মেনে চলে তার জন্য একটু কঠোর ভূমিকা পালন করেছে পুলিশ। এ কারণে যাদের মাস্ক ছাড়া দেখা গেছে তাদের মাস্ক পরিয়ে ১০-১৫ মিনিট বসিয়ে রেখে ছেড়ে দেয়া হয়েছে।

মাস্ক বিতরণের এই কর্মসূচির সময় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview