Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া সেই আসামি গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ০৮:৪৯ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০২১, ০৮:৪৯ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বাগেরহাট হাজতখানার সামনে থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামি হাফিজুর রহমান ওরফে শিপনকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ ও মোংলা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থেকে বুধবার (২৮ এপ্রিল) ভোরে তাকে গ্রেপ্তার করে।

গত রোববার (২৫ এপ্রিল) বিকেলে চুরির মামলায় একদিনের রিমান্ড শেষে কোর্ট পুলিশের হাজতখানায় নেওয়ার সময় পুলিশকে ধাক্কা দিয়ে সে পালিয়ে যায়। গ্রেপ্তার হাফিজুর মোংলা উপজেলার কানাইনগর গ্রামের আবু বক্কর খার ছেলে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে শিপনের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Bootstrap Image Preview