Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের আসরে ঘাড় ধাক্কা দিয়ে বর-কনে’কেই বের করে দিলেন ম্যাজিস্ট্রেট !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ০২:২৮ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০২১, ০২:২৮ PM

bdmorning Image Preview


ভারতের ত্রিপুরায় দু’টি বিয়ের অনুষ্ঠানে সাঁড়াশি অভিযান চালিয়ে রাতারাতি ‘টক অফ দ্যা টাউন’ হয়ে গেছেন আগরতলা জেলা ম্যাজিস্ট্রেট শৈলেশ কুমার যাদব।

সরকারি করোনা নীতিমালা এবং রাত্রিকালীন কারফিউ ভেঙে পশ্চিম আগরতলার একটি কমিউনিটি সেন্টারে চলছিলো দু’টি বিয়ের অনুষ্ঠান। হঠাৎ সেখানে মূর্তিমান আতঙ্ক হিসেবে হাজির হন ম্যাজিস্ট্রেট শৈলেশ কুমার যাদব। নিজেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন বর-কনেকে।

এসময় পরিবার পৌরসভার অনুমতিপত্র দেখালে সেটিও ছিড়ে ফেলেন তিনি। স্পষ্ট ভাষায় তিনি বলেন, নিয়ম ভেঙে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছে স্থানীয় পুলিশ। এর সাথে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেন ঘটনাস্থলে।

অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের পর কেউ কেউ বাহবা দিয়েছেন । আবার নিন্দা-সমালোচনার মুখেও পড়েছেন এই ম্যাজিস্ট্রেট।

Bootstrap Image Preview