Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোদির পক্ষ নিয়ে তোপের মুখে কঙ্গনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ০৪:২৪ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০২১, ০৪:২৪ PM

bdmorning Image Preview


সিনেমা ছাড়াও বিভিন্ন ইস্যুতে খবরের শিরোনামে থাকেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনাকারীদের নিয়ে টুইট করে নেটাগরিকদের কটাক্ষের শিকার হলেন এই অভিনেত্রী।

এক টুইট বার্তায় কঙ্গনা লিখেছেন, 'মোদিজি জানেন না কিভাবে দেশ চালাতে হয়। কঙ্গনা জানেন না কিভাবে অভিনয় করতে হয়। শচীন জানেন না কিভাবে ব্যাটিং করতে হয়। লতাজি জানেন না কিভাবে গান গাইতে হয়। কিন্তু এই ট্রলকারীরা দুনিয়ার সবকিছুই জানেন।'

এদিকে যারা মোদির পদত্যাগ দাবি করছেন তাদের উদ্দেশ্যে এই অভিনেত্রী লিখেছেন, '#রিজাইন_মোদিজি নামক এইসব ট্রল আমি মনে করি আপনারা আজীবন ব্যবহার করে যাবেন।'

কঙ্গনার এমন টুইটের পর নেটাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সেখানে অনেকের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী।

Bootstrap Image Preview