Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজনীতিতে জড়িয়ে ভুল করেছিঃ দেবশ্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ০৪:২৭ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০২১, ০৪:২৭ PM

bdmorning Image Preview


ভারতীয় বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। অভিনয় ছেড়ে দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেত্রী। তৃণমূলের হয়ে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি আসন থেকে দুইবারের নির্বাচিত বিধায়ক ছিলেন তিনি।

কিন্তু গত মার্চের মাঝামাঝি সময়ে দল ছাড়ার ঘোষণা দেন দেবশ্রী। রাজনীতির পাঠ চুকিয়ে এবার নিজের পুরনো পেশায় ফিরছেন এই অভিনেত্রী। একটি ধারাবাহিক নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি।

আফসোস নিয়ে দেবশ্রী বলেন, ‘নিজের ইচ্ছেতেই ১০ বছর অভিনয় থেকে দূরে থেকে ভিন্ন ধারার কাজে ব্যস্ত ছিলাম। এখন মনে হচ্ছে, সঠিক সিদ্ধান্ত নিইনি। রাজনীতি আমার জন্য নয়। ক্যামেরার সঙ্গে জন্ম থেকে বন্ধুত্ব। তাই অভিনয়ই আমার উপযুক্ত ক্ষেত্র।’

এদিকে আগামী সেপ্টেম্বরে একটি সিনেমার কাজ শুরু করবেন দেবশ্রী। তবে এটি হবে হিন্দি ভাষার চলচ্চিত্র। এর মাধ্যমে বড় পর্দায় ফিরবেন তিনি।

Bootstrap Image Preview