Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বলিউড অভিনেতা জিমি গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ০৪:৩০ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০২১, ০৪:৩০ PM

bdmorning Image Preview


ভারতে করোনার প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। করোনা সংক্রমণের হার ও মৃত্যু বেড়ে গেছে বহুগুণ। একদিকে করোনার প্রকোপ, অন্যদিকে অক্সিজেনের ঘাটতি হওয়ায় দেশটিতে অস্থির অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে শুটিং বন্ধ রয়েছে বলিউডে।

দেশের ক্রান্তিকালে সাহায্যের জন্য কাজ করছেন অনেক তারকা। কিন্তু এমন সময়ে পাঞ্জাবে ওয়েব সিরিজের শুটিং করছেন অভিনেতা জিমি শেরগিল। আর এতে তার বিরুদ্ধে করোনাবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এরপর পুলিশ এই অভিনেতা ও পরিচালক ঈশ্বর নিবাসসহ ইউনিটের ৩৫ জন সদস্যকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, পাঞ্জাবে নাইট কারফিউ চলছে। তাই সন্ধ্যা ৬টা থেকে সকাল ৫টা পর্যন্ত শুটিংয়ের অনুমতি ছিল না। তবে লুধিয়ানা পুলিশ কমিশনার রাকেশ আগরওয়ালের অনুমতি নিয়েই শুটিং করছিলেন জিমি শেরগিলরা। ২৩ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১০ দিনের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু কারফিউর নিয়ম না মানার জন্যই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Bootstrap Image Preview