Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুবাইতে কেমন আছে পরীমনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ০৪:০১ AM
আপডেট: ৩০ এপ্রিল ২০২১, ০৪:০১ AM

bdmorning Image Preview


চুমুকে চুমুকে জীবনকে উপভোগ করে যাচ্ছেন অভিনেত্রী পরীমনি। মুক্ত বিহঙ্গের মতোই তার ছুটে চলা। সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন পরী। সোশ্যাল মিডিয়ায় সেসব ট্যুরের স্থিরচিত্র প্রকাশ করেন। করোনাভইরাসে যখন দেশে লকডাউন চলছে, বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন সময়ে পরী অবকাশ যাপন করছেন দুবাইয়ে। ব্যস্ত শিডিউলের ফাঁকে দুবাই উড়াল দিয়েছেন তিনি।

দুবাই সফরে গিয়ে দুঃসাহসী হয়ে উঠেছেন এ নায়িকা। যে কাজটি কখনও করেননি, এবার সমুদ্রগামী সেই ইয়টের চালক হয়ে বসেছিলেন। ইয়ট নিয়ে নীল সমুদ্রের বুকে বেশ খানিকটা পথও পাড়ি দিয়েছেন। তারই কিছু ছবি প্রকাশ করেছেন ফেসবুকে।

বৃহস্পতিবার পরীর সঙ্গে যোগাযোগ করা হলে পরী জানালেন জীবনের সুন্দর সময় কাটাচ্ছেন। বললেন, 'সত্যিই দুবাই অনেক সুন্দর। মরুভূমির দেশ এতো সুন্দর হতে পারে জানা ছিলো না। বুর্জ খলিফায় গিয়ে তো আমি মুগ্ধ।'

সিনেমার নায়িকা পরীমনিকে পর্দায় যেমন রোমান্টিক দেখেন বাস্তবেও তার বিপরীত নয়। সবসময় কোনো না কোনো কিছুর প্রেমে ডুবে থাকেন। সে প্রেম কখনো প্রকৃতির সঙ্গে, কখনো অসহায়দের পাশে দাঁড়ানোয়, আবার কখনো বয়ফ্রেন্ডের সঙ্গে। 

এর আগে মরোক্কান পপগায়ক সাদ লামজারেদ এর ছবি দিয়ে পরী জানিয়ে দেন তিনি তার প্রেমে পড়েছেন। তাকে নিয়ে স্ট্যাটাস দেন ফেসবুকে। পরী লিখেন, ‘আই লাভ ইউ, জানুক দুনিয়া।’

পরদিন দুবাইয়ের বিলাসবহুল আরমানি হোটেলের আকাশছোঁয়া কক্ষ থেকে গোলাপ হাতে ছবি দিয়ে পরী তার প্রেমের প্রকাশ করেন। গোলাপ হাতের ছবিটি পোস্ট করে ফেসবুকের ক্যাপশনে পরী তখন লিখেন ‘ইউ ফাউন্ড মি।’ 

 দুবাইতে বেশ রোমান্টিক মুডে রয়েছেন পরী। ঘুরছেন আর ঘুরছেন। তবে এ ঘোরাঘুরিতে পরীর সঙ্গী হিসেবে কে আছেন সেটা জানাননি এ নায়িকা। তবে গতকাল বাজপাখি হাতের ডানায় বসিয়ে ছবি তোলে পরী আভাস দিলেন দুবাইতে তারাই তার সঙ্গী।

পরীমনি এরই মধ্যে শেষ করেছেন ইফতেখার শুভর ‘মুখোশ’ ছবির কাজ। এ ছবিতে রয়েছেন মোশাররফ করিম, রোশানসহ অনেকেই। 

Bootstrap Image Preview