Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শফী ‘হত্যা’: হেফাজত নেতা জাফর আহমদ গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০২১, ০৯:০১ PM
আপডেট: ০১ মে ২০২১, ০৯:০১ PM

bdmorning Image Preview


সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির সহকারি মহাসচিব মাওলানা জাফর আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলারও আসামি।

চট্টগ্রামের হাটহাজারী থেকে শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন হাটহাজারি থানার উপ পরিদর্শক (এসআই) মইনুল ইসলাম।

তিনি বলেন, ‘হেফাজত নেতা জাফর আহমদ হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, ২৬ মার্চ হাটহাজারীতে সহিংসতার ঘটনায় জাফর আহমদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়। সেই নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সহিংসতার মামলা ছাড়াও হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলার আসামিও জাফর।

গত বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হাঙ্গামার মধ্যে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর মৃত্যু হয়। শফীকে হত্যা করা হয়েছে বলে ডিসেম্বর মাসে মামলা করেন তার শ্যালক মাওলানা মাইনউদ্দিন।

গত ১২ এপ্রিল মামলাটির তদন্ত রিপোর্ট প্রকাশ করে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা পিবিআই। এতে শফীকে হত্যার প্রমাণ পাওয়া গেছে। এই মামলায় হেফাজতে ইসলামের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীসহ মোট ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

Bootstrap Image Preview