Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মা-ছেলেকে গাছে বেঁধে মারধর করলো প্রভাবশালী পরিবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২১, ০১:৩৮ PM
আপডেট: ০২ মে ২০২১, ০১:৩৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলেকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী পিতা-পুত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরএলাহী গ্রামে। আহত ছেলের নাম আইয়ুব খান (১৭) ও তার মা বিবি খতিজা (৩৫)। তাদের উপর নির্মমভাবে নির্যাতন চালিয়েছেন গ্রামের ২নং ওয়ার্ডের চরকলমী গ্রামের শাহাদাত নগরের স্থানীয় প্রভাবশালী জাহাঙ্গীর ও তার ছেলে মাসুদ। শনিবার (১ মে) দুপুরের দিকে ঘটেছে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার দুপুরের দিকে জমির ধান খাওয়ায় গরুকে পিটিয়ে তাড়িয়ে দেয় আইয়ুব। গরুটি জাহাঙ্গীরের হওয়ায় তিনি ও তার ছেলে আইয়ুবকে ধরে হাত-পা গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন। সন্তানকে বাঁচাতে মা এগিয়ে গেলে তাকেও একইভাবে নির্যাতন করে জাহাঙ্গীর ও তার লোকজন। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয় তা।

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এভাবে কোনো মানুষকে নির্যাতন করে কেউ? ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দিয়েছি। পরে ওই দিন রাতেই অভিযুক্তদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত করে শিগগিরই আইনি ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview