Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমি মিচকে শয়তান হতে পারি, তোর মতো ধান্দাবাজ নই: রুদ্রনীলকে ভাস্বর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২১, ১০:০০ PM
আপডেট: ০৩ মে ২০২১, ১০:০০ PM

bdmorning Image Preview


পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ঝড়ে কুপোকাত গেরুয়া শিবির। মমতার নেতৃত্বে তৃণমূলের জয়ের পর বেজায় খুশি টেলি অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। নিজের ফেসবুক ওয়ালে স্বরচিত কবিতার মাধ্যমে বিজেপির রাজ্য সভাপতিকে ব্যঙ্গ করেছেন তিনি।

এদিকে ভাস্বরের কবিতা প্রসঙ্গে ভবানীপুরের পরাজিত বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ এক সংবাদমাধ্যমকে বলেন, ‘বিরোধীপক্ষের এই ধরনের মজার লেখা পড়তে আমার ভাল লাগে। ফলাফলে দিলীপবাবু জিতে গেলে এই রকম কবিতা তখন অন্যদের নিয়েই লিখতেন অনেকে।’

রুদ্রনীলের এমন মন্তব্যের জবাব দিতে দেরি করেননি ভাস্বর। রুদ্রনীলের নাম উল্লেখ করে ফেসবুকে ভাস্বর লিখেছেন, ‘২০০৭ সালে তুই মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে বলেছিলি আমি মিচকে শয়তান। হতে পারে তোর চোখে আমি তাই কিন্তু আমি এতদিনে একটা কথাও মিডিয়াতে বলিনি তোর বিরুদ্ধে। আজ বলি, আমি আর যাই হই তোর মতো ধান্দাবাজ নই।’

তিনি আরও লিখেছেন, ‘তুই তো বড় মাপের অভিনেতা কিন্তু জানিস তো অভিনেতা হোস বা নেতা, আগে ভাল মানুষ হতে হয়। না হলে লোকের মনোরঞ্জন বা মানুষের জন্য কাজ করবি কী করে? তুই হেরে গিয়ে এক দিকে তোর জন্য মঙ্গল হয়েছে… ইন্ট্রোস্পেক্ট কর। ভাল মানুষ হয়ে ওঠ…দেখবি নিজেকেই নিজের ভাল লাগবে। গেট ওয়েল সুন ডিয়ার।’

Bootstrap Image Preview