Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দিলীপ ঘোষকে ব্যাঙ্গ করে ভাস্বরের কবিতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২১, ১০:০৬ PM
আপডেট: ০৩ মে ২০২১, ১০:০৬ PM

bdmorning Image Preview


ভোটের আগে কতজন কত কথা বলে। এক দল আরেক দলকে চোখ বন্ধ করে কটাক্ষ করেন। প্রার্থীরা একে অন্যের দোষ ঢোল পিটিয়ে বলার চেষ্টা করে, সাথে নিজেদের আশ্বাসের কথা তো বটেই। পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন একঝাঁক তারকা মুখ। নির্বাচনী প্রচারে পুরো এলাকা চষে বেড়িয়েছেন তারা। তবে দিন শেষে জয় পেয়েছেন দিদির দল। তৃতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জী।

এদিকে ভোটের আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ‘শিল্পীদের বলছি- আপনারা নাচুন, গান। ওটা আপনাদের শোভা পায়। রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের ছেড়ে দিন। না হলে রগড়ে দেব।’

তবে ভোটের ঝড়ে কুপোকাত গেরুয়া শিবির। মমতার নেতৃত্বে তৃণমূলের জয়ের পর বেজায় খুশি টেলি অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। নিজের ফেসবুক ওয়ালে স্বরচিত কবিতার মাধ্যমে বিজেপির রাজ্য সভাপতিকে ব্যঙ্গ করেছেন তিনি। ভাস্বর চট্টোপাধ্যায় লিখেছেন-

‘দিলীপ জেঠু দিলীপ জেঠু তোমার বাড়ি যাব

দিলীপ জেঠু তুমি কি আমাদের কথা ভাব?

মোহনবাঁশি বিজেপি স্কুলে

বাজিয়েছিলেন ভেঁপু তুমি এই বাংলার কূলে

ভ্যানে বসে প্রচার করেছো এসির হাওয়া তলে

ভেবেছিলে বাংলা নেবে এক আঙুল তুলে

আমি যে গো ভোটার ওগো আমি যে এক শিল্পী

বলেছিলেন রগড়ে মোদের বানিয়ে দেবে কুলফি

দিলীপ জেঠু দিলীপ জেঠু এসব শোনার পরে

সত্যি বলো পদ্মফুলে কী করে ভোট পড়ে?

রাতে এখন ঘুমোতে যাই অপার শান্তিতে

তোমার দেখা আর পাব না এই বাংলার জমিতে।'

শুধু ভাস্বর নয়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও ঘাসফুল শিবিরের জয়ের আভাস পেতেই লিখেছিলেন- ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক!’ আরও একটি টুইটে তিনি লিখেছেন, ‘তোমার কোনো কোনো কোনো, কোনো কোনো কোনো কোনো কথা শুনবো না আর , যথেষ্ট বুঝি কিসে ভালো হবে, নিজেদের মতো ভাববো।’

Bootstrap Image Preview