গরীব ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কফিলউদ্দিনের উদ্যোগে এসব বিতরণ করেন কেন্দ্রীয় সাংগঠনকি সম্পাদক শামা ওবায়েদ।
শুক্রবার রাজধানীর উত্তরায় ১২ শত অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। এছাড়া মহানগর উত্তরের বিভিন্ন থানায় অসহায় কর্মী সমর্থক ও দুস্থদের জন্য ঈদ উপহার সামগ্রী দেয়া হয়। থানা বিএনপি নেতাদের এসব বিতরণ করতে বলা হয়েছে।
ঈদ সামগ্রী বিতরণকালে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ারসহ মহানগর ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় কফিলউদ্দিন বলেন, করোনাকালে দিনমজুররা নিদারুণ কষ্টে দিনযাপন করছেন। তাদের জন্য কিছু করতে পারায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও অসহায়দের পাশে থাকার চেষ্টা করব।