Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আগুনে পুড়ছে নিজের বাড়ি, চেয়ারে হেলান দিয়ে দেখছেন নারী (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২১, ০২:১৩ PM
আপডেট: ০৯ মে ২০২১, ০২:১৩ PM

bdmorning Image Preview


বাড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুন। তখন বাড়ির সামনের লনে চেয়ার পেতে নিশ্চিন্তে বসে রয়েছেন এক নারী। ওই নারীর এক প্রতিবেশী এই ঘটনার ভিডিও করেছিলেন। ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ঘটনাটি ঘটেছে।

৪৭ বছরের ওই নারীর নাম গেইল মেটওয়ালি। তার বিরুদ্ধেই বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। ভিডিওতে দেখা গেছে, বাড়িতে আগুন লাগলেও কোনও হেলদোল ছিল না নারীর। উল্টো আগুন নেভাতে বলায় প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করছিলেন তিনি।

প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে দমকল বাহিনী আসে এবং আগুন নেভায়। 

দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বাড়িতে গেইলসহ মোট চারজন থাকেন। কিন্তু ঘটনার সময় দুজন ছিলেন বাড়ির বাইরে। ভিডিওতে দেখা যাচ্ছে, আগুন বাড়তেই বাড়ির জানালা দিয়ে বেরিয়ে আসেন একজন।

বাড়িতে আগুন লাগানোর ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে মেরিল্যান্ডের পুলিশ। 

তার বিরুদ্ধে সম্পত্তি নষ্ট এবং খুনের চেষ্টার অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত নারী কেন নিজের বাড়িতে আগুন লাগিয়েছিলেন, সে ব্যাপারে কিছু জানা জানা যায়নি। সূত্র: আনন্দবাজার

Bootstrap Image Preview