Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জয়ার প্রেমিক কে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২১, ০২:৩৩ PM
আপডেট: ০৯ মে ২০২১, ০২:৩৩ PM

bdmorning Image Preview


দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের প্রয়োজনে ঢাকা ও কলকাতায় সমানতালে ব্যস্ত থাকেন তিনি।

শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে এইতো অল্প কিছুদিন আগে দ্বিতীয়বারের মতো তার ঝুড়িতে জমা হলো ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’।

এমন তারকাকে প্রতিনিয়তই মিস করে কোটি দর্শক-ভক্ত। এইসবের বাইরে তার জন্য হয়তো সুপ্ত প্রেম জমিয়ে রেখেছেন লাখোজন।

কিন্তু জয়ার সেই সুপ্ত প্রেমিক কে? যার কাছে জানতে চেয়েছেন যে, তাকে মিস করছে কিনা!

সম্প্রতি নিজের ভেরিভায়েড ফেসবুকে নিজের বেশ কয়েকটি শাড়ী পড়া স্নিগ্ধ ছবি পোস্ট করেছেন জয়া আহসান। আর ক্যাপশনে লিখেছেন, ‘মিস মি?’

আর এ নিয়েই জল্পনা শুরু করেছেন নেটিজেনরা। তার সেই ছবিতে ৩৯ হাজারের বেশি কমেন্ট ও ১ লাখ ৮৭ হাজারের বেশি রিয়্যাক্ট পড়েছে।

সেসব কমেন্টে বেশিরভাগই জানিয়েছেন জয়ার প্রতি তাদের প্রেম আর ভালোবাসার কথা।

কেউ কেউ মজার ছলে বলেছেন, কে মিস করবে আপনাকে? আমরা তো সব সময় আপনাকে মিস করি।

কমেন্ট করা থেকে বাদ যায়নি তারকারাও। অভিনেত্রী সোহানা সাবা লিখেছেন, ‘আমি অনেক মিস করি।’

তবে হাজারো কমেন্টের ভিড়ে সেই জট আর খুললো না; জয়া কার কাছে জানতে চাইলেন তাকে মিস করছে কিনা বা কেই বা তার সেই সুপ্ত প্রেমিক!

Bootstrap Image Preview