Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রস্তাবে রাজি হয়েছেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২১, ০৬:০০ AM
আপডেট: ১৩ মে ২০২১, ০৬:০০ AM

bdmorning Image Preview


বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মোহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

মোহামেডানের জ্যেষ্ঠ কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু জানিয়েছেন, ঢাকা প্রিমিয়ার লিগ আসরে সাদা-কালোদের হয়ে খেলবেন সাকিব।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ঢাকা লিগে খেলার জন্য পাকিস্তান সুপার লিগে খেলতে এখনও আবেদন করেননি সাকিব।

তরিকুল ইসলাম টিটু বলেন, সাকিবের সঙ্গে আমাদের আগেই কথা হয়েছে। তিনি যদি লিগ খেলেন তাহলে মোহামেডানের হয়ে খেলবেন জানিয়েছেন। আমরা প্রস্তাব দিয়েছি সাকিবও রাজি হয়ে গেছে। আমাদের সঙ্গে প্রক্রিয়া শেষ। মোহামেডানের হয়ে আগেও খেলেছে সাকিব। এটি খুবই আনন্দের। আমরা তার সঙ্গে কন্ট্রাকটা করতে পারছি।

Bootstrap Image Preview