Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘আইয়াশ’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আরেকটি বিমানবন্দরে হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২১, ১০:২৩ AM
আপডেট: ১৪ মে ২০২১, ১০:২৩ AM

bdmorning Image Preview


ইসরায়েলের আরও একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটির সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রামন বিমানবন্দরে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ‘আইয়াশ’-এর সাহায্যে হামলা চালানো হয়েছে।

গাজা থেকে বিমানবন্দরটির দূরত্ব প্রায় ২২০ কিলোমিটার। সেখানে ২৫০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটির সাহায্যে আঘাত হানা হয়।

এর আগে, ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওন বন্ধ করে দেয়া হয়। এরপর রামন বিমানবন্দর দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছিল। বৃহস্পতিবার সেখানেও আঘাত হেনেছে হামাস।

অবশ্য ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই হামলায় রামন বিমানবন্দরের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা কেউ আঘাতও পাননি। তবে সতর্কতাস্বরূপ কিছুক্ষণ উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়েছিল।

সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিশ্বের সকল বিমান সংস্থাকে ইসরায়েলে সব ধরনের ফ্লাইট পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন হামাস নেতা আবু ওবায়দা।

সূত্র: পার্স টুডে, হারেজ

Bootstrap Image Preview