Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২৪ ঘণ্টায় করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৩২ জনের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২১, ০৭:৪৫ PM
আপডেট: ১৭ মে ২০২১, ০৭:৪৬ PM

bdmorning Image Preview


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। নতুন করে মৃত্যু হয়েছে ৩২ জনের। আর করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ৬৯৮ জন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এতে বলা হয়, মারা যাওয়া ৩২ জনের মধ্যে পুরুষ ২৩ জন, নারী ৯ জন। 

এর আগে রোববার (১৬ মে) করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া একই দিন ৩৬৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। ফলে গত ২৪ ঘণ্টায় ফের দেশে মৃত্যু ও শনাক্ত বাড়ল। এদিকে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জন হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ১৮১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮ জন। এদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হলেন মোট ৭ লাখ ২৩ হাজার ৯৪ জন।গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১০ হাজার ৫০৯টি, আর নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৩৪৭টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ লাখ ১৮ হাজার ৬৩টি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যু হয়।

Bootstrap Image Preview