Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: হানিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২১, ০৯:৩৫ PM
আপডেট: ১৮ মে ২০২১, ০৯:৩৫ PM

bdmorning Image Preview


 করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডাকা সংবাদ সম্মেলন বয়কট করেছে সাংবাদিকরা। এবার সেই প্রতিবাদে শামিল হলেন সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। 

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নির্যাতন ও মামলার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।’মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় তার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ ঘটনার প্রতিবাদ জানান। ফেসবুক পোস্টে হানিফ লেখেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ-জাতি উপকৃত হবে।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সংবাদমাধ্যম সমাজের দর্পণ। এর মাধ্যমে দেশের জনগণ সরকারের উন্নয়ন অগ্রগতিসহ সব কর্মকাণ্ডের খবর জানতে পারে। পাশাপাশি সরকারও সংবাদপত্রের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন খবর দ্রুত জানতে পারে। সেই হিসেবে গণমাধ্যম এবং সরকার একে অপরের পরিপূরক। গণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্কের তিক্ততা কোনোভাবেই সুখকর নয়।’

 

Bootstrap Image Preview