Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টানা ১৮ মিনিট গায়ে মৌমাছি নিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২১, ০৮:১৪ PM
আপডেট: ২১ মে ২০২১, ০৮:১৪ PM

bdmorning Image Preview


গা ভর্তি মৌমাছি নিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সেটাও আবার ১৮ মিনিট। বিশ্ব মৌমাছি সংরক্ষণ দিবস উপলক্ষে সচেতনতা তৈরির জন্য এক ফটোশুটে গায়ে মৌমাছি জড়িয়ে পোজ দিয়েছেন তিনি।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে জোলির ফটোশুটের একটি ক্লিপ প্রকাশ করে ফটোগ্রাফার ড্যান উইন্টারস জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে ২৫০০ মৌচাক ও ১২৫ মিলিয়ন মৌমাছি সংরক্ষণের উদ্যোগ নিয়ে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি। এজন্য ৫০ জন নারীকে মৌমাছি সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ন্যাশনাল জিওগ্রাফির সঙ্গে যৌথভাবে মৌমাছি শরীরে নিয়ে এই ছবি তোলার পরিকল্পনা করেন জোলি।

জানা যায়, জোলি ছাড়া সেটে সবাই মৌমাছির কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ পোশাক পরেছিলেন। মৌমাছি যেন অশান্ত না হয়ে সেজন্য ঘর অন্ধকার রাখা হয়। ফটোশুটের জন্য ইতালিয়ান শান্ত প্রজাতির মৌমাছি ব্যবহার করা হয়। মৌমাছি যাতে ঝাঁক বাঁধতে না পারে সেজন্য ব্যবহার করা হয়েছে ফেরোমন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ।

Bootstrap Image Preview