Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাতের আঁধারে কোম্পানির মালিকের সঙ্গে যশ-নুসরাতের পার্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২১, ০৮:২৯ PM
আপডেট: ২১ মে ২০২১, ০৮:২৯ PM

bdmorning Image Preview


টালিউডের দুই তারকা নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তর সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েই চলেছে। বিভিন্ন সময় দেশ-বিদেশে তাদের ঘোরাফেরা, পার্টির ছবি প্রকাশ্যে এলেও সম্পর্কের বিষয়ে তারা মুখে কুলুপ এঁটেছেন। তাদের ছবি ঘিরে ফের আলোচনা শুরু হয়েছে।

একটি প্রসাধনী প্রস্তুতকারক কোম্পানির মালিক রাজকুমার গুপ্তা তার ফেসবুক আইডিতে নুসরাত ও যশের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন। একটিতে তার সঙ্গে রয়েছেন যশ, আরেকটিতে রয়েছেন নুসরাত। প্রথম ছবিতে দেখা যায়, যশের কাঁধে হাত দিয়ে রেখেছেন রাজকুমার। দ্বিতীয় ছবিতে রাজকুমারের কাঁধে মাথা রেখেছেন নুসরাত। তাদের দু'জনের মুখেই স্মিথ হাসি লেগে আছে। দুটি ছবিতেই রাজকুমারের গায়ে নীল টি-শার্ট থাকলেও যশ ও নুসরাতের পরনে ছিলো একই রঙের পোশাক। ক্যাপশনে লিখেছেন- পার্টি টাইম। তাহলে কি একসঙ্গে পার্টি করছিলেন দুই তারকা?

গত বছর পূজার পর থেকেই স্বামী নিখিল জৈনের সঙ্গে নুসরাতের মনোমালিন্যের খবর সামনে আসে। অনুরাগীরা জানতে পারেন, এই দম্পতি আর একসঙ্গে থাকছেন না। এমন পরিস্থিতিতেই নুসরাত ও যশের সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে আসে।

তবে সবশেষ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল সংসদ সদস্য নুসরাতের বিরোধী পক্ষের দল বিজেপিতে যোগ দিয়ে ভোটে লড়েন যশ। যদিও হেরে যান অভিনেতা। দুই ভিন্ন রাজনৈতিক দলের সদস্য হলেও যশ-নুসরাতের বিশেষ বন্ধুত্বের কোনও পরিবর্তন হয়নি।

Bootstrap Image Preview