Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাজি, কাবিননামা, দেনমোহর ছাড়াই দুই বিয়ে করেছেন মামুনুল: পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২১, ০৮:৫৯ PM
আপডেট: ২১ মে ২০২১, ০৮:৫৯ PM

bdmorning Image Preview


পুলিশের কাছে তিনটি বিয়ের কথা স্বীকার করেছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক। তার দ্বিতীয় ও তৃতীয় বিয়ে কোনো কাজি পড়াননি। বিয়েতে ছিল না কোনো কাবিননামা ও দেনমোহর।

গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই তিন দিন তার দাবি করা স্ত্রীর ধর্ষণ মামলায় রিমান্ডে থাকাকালীন সময়ে একথা বলেছেন মামুনুল।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, তিনটি বিয়ের কথা স্বীকার করেছেন মামুনুল হক। কিন্তু ধর্ষণ মামলার বাদী ও অপর এক নারীকে বিয়ের সময় কোনো কাজি ছিল না। কাবিননামা বা দেনমোহরও ছিল না বলে এমনটাই জানান তিনি। তার দুই স্ত্রীর একজনের বাড়ি ফরিদপুর, যিনি মামলার বাদী আর আরেক স্ত্রীর বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।

উল্লেখ্য, এপ্রিল মাসের ৩ তারিখ সোনারগাঁয়ে রয়েল রিসোর্টের একটি রুমে নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করেন এলাকাবাসী। তখন মামুনুল ওই নারীকে স্ত্রী বলে দাবি করেন। পরবর্তীতে ওই নারী মামুনুলের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন।

Bootstrap Image Preview