যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ঝালকাঠির রাজাপুরে দুই যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২১ মে) উপজেলার পশ্চিম চাড়াখালী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের মো. আসফাক আহম্মেদ তানভিরের দুই ছেলে সানারুল্লাহ (২৪) ও নাছরুল্লাহ (২০)।
ইউএনও মো. মোক্তার হোসেন বলেন, পশ্চিম চড়াখালী এলাকায় যৌন উত্তেজক ওষুধ বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। উত্তেজক ওষুধ বিক্রির দায়ে দুজনকে জরিমানা করা হয়েছে।