Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কা সিরিজের আগে করোনায় আক্রান্ত সুজন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২১, ১২:২৩ PM
আপডেট: ২২ মে ২০২১, ১২:২৩ PM

bdmorning Image Preview


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) পরিচালক খালেদ মাহমুদ সুজন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল সুজনের। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় সুজনকে পাচ্ছে না বাংলাদেশ দল।

আকরাম খান বলেন, ‘করোনা পজিটিভ হওয়াতে সে (সুজন) দলের সঙ্গে নেই। তাই টিম লিডারের দায়িত্ব আমরাই দেখবো।’

শ্রীলঙ্কা থেকে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে ছিলেন সুজন। করোনা পরীক্ষায় দুইবার নেগেটিভ আসার পর দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। তবে ঈদের ছুটির পর ১৮ মে থেকে অনুশীলন শুরু হলেও তাকে মাঠে দেখা যায়নি।

Bootstrap Image Preview