Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেয়ের প্রেমিককে যে ৭টি শর্ত দিলেন শাহরুখ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২১, ০১:৫৩ PM
আপডেট: ২৩ মে ২০২১, ০১:৫৩ PM

bdmorning Image Preview


বলিউড বাদশা শাহরুখ খান তার সন্তানদের ব্যাপারে খুবই সতর্ক। ছেলে-মেয়েরা কোথায় কী করছে নিয়মিত সব খোঁজ রাখেন তিনি। এছাড়াও সন্তানদের সঙ্গে তার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

বর্তমানে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সুহানা খান। পড়াশোনার পাশাপাশি সেখানে মঞ্চ নাটকের সঙ্গে জড়িত তিনি। ছুটি পেলেই বাবার কাছে উড়ে আসেন সুহানা। আইপিএলে স্টেডিয়ামের গ্যালারি থেকে বাবার সঙ্গে নিজেদের ক্রিকেট দলকে সাপোর্ট করতে দেখা যায় তাকে। এমনকি ‘জিরো’ সিনেমার অন্যতম সহকারী পরিচালকও ছিলেন শাহরুখকন্যা।

মেয়েকে যে শাহরুখ অনেক ভালোবাসেন, সেটি বিভিন্ন সাক্ষাৎকারে তার কথাতেই প্রকাশ পায়। তবে মেয়ের প্রেমিকের জন্য ৭টি শর্ত রেখেছেন তিনি।

সেগুলোর মধ্যে রয়েছে- বেকার থাকা চলবে না। আগে থেকেই এই ধারণা করে নাও যে, আমি তোমাকে পছন্দ করব না। আমি সব ব্যাপারে থাকব। সুহানা আমার রাজকন্যা, তোমার কোনও জয়ের স্মারক নয়। কিছু বাড়াবাড়ি দেখলে জেল পর্যন্ত যেতে রাজি আমি। ভালো উকিল যেন থাকে তোমার কাছে। তুমি সুহানার সঙ্গে যেমন ব্যবহার করবে, পাল্টা সেটাই পাবে আমার তরফে।

Bootstrap Image Preview