Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে নায়কের দিক থেকে চোখ ফেরাতে পারতেন না অর্জুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২১, ০১:৪১ PM
আপডেট: ২৪ মে ২০২১, ০১:৪১ PM

bdmorning Image Preview


বলিউড অভিনেতা অর্জুন কাপুর অভিনয়ের আগে সিনেমার সহ-পরিচালক হিসেবে কাজ করতেন। নিখিল আডবাণী পরিচালিত ‘কাল হো না হো’ ছবিতে মূখ্য চরিত্রে ছিলেন শাহরুখ খান, প্রীতি জিনতা ও সাইফ আলি খান। সে সময় সাইফকে এত কাছ থেকে দেখে তার অভিনয়ের প্রেমে পড়ে যান অর্জুন। এমনি সাইফের দিক থেকে চোখ সরাতে পারতেন না তিনি।

এক সাক্ষাৎকারে অর্জুন জানান, 'শুরু থেকেই সাইফকে খুব পছন্দ। যখন আমি ‘কাল হো না হো’-তে নিখিল আডবাণীর সহকারী হিসেবে কাজ করছিলাম, তখন আমি শুধু ওকেই (সাইফকে) দেখতাম। আমি সইফের বড় ভক্ত। ওর (সাইফ) সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি খুবই খুশি।'

প্রসঙ্গত, সাইফের সঙ্গে ‘ভূত পুলিশ’ ছবিতে অভিনয় করেছেন অর্জুন। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে হরর-কমেডি ঘরানার এই ছবি। এতে সাইফ, অর্জুন ছাড়াও আরও আছেন ইয়ামি গৌতম, ফতেমা সানা শেখ এবং জ্যাকলিন ফার্নান্ডেজ।

সূত্র: আনন্দবাজার

Bootstrap Image Preview