Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সোনু সুদের ছবিতে দুধ ঢালায় ক্ষেপলেন টেলি-অভিনেত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২১, ০১:৪৭ PM
আপডেট: ২৪ মে ২০২১, ০১:৪৭ PM

bdmorning Image Preview


ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মাহামারির শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। যে সকল তারকারা ফ্রন্টলাইনে মানুষের সেবা করছেন তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে এই অভিনেতা।

এদিকে সোনু সুদকে দেবতার দূত হিসেবে আখ্যা দিয়ে তার ছবিতে দুধ ঢেলেছেন কিছু মানুষ। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। এমন ঘটনায় আপ্লুত হয়েছেন এই অভিনেতা। তবে ছবিতে দুধ ঢালার ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন টেলি অভিনেত্রী কবিতা কৌশিক। তার মতে, এভাবে খাদ্যবস্তু নষ্ট করার মানে হয় না।

দুধ ঢালার ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে- সোনুর একটি বড় ছবি টাঙিয়ে তাতে দুধ ঢালছেন কিছু মানুষ। ঠিক যেভাবে শিবলিঙ্গে দুধ ঢেলে পূজা করা হয়।

এদিকে এ ঘটনায় ‘এফআইআর’ ও ‘বিগ বস’ খ্যাত টেলি-অভিনেত্রী কবিতা কৌশিক সেই ভিডিয়ো টুইট করে জানিয়েছেন, গোটা দেশের মতোই তিনিও সোনু সুদকে খুব ভালবাসেন, শ্রদ্ধা করেন। কিন্তু তা বলে দেশের এমন দুর্দশার সময়ে, মানুষ যখন না খেতে পেয়ে মারা যাচ্ছেন, তখন দুধ নষ্ট করার অর্থ হয় না। আমরা সব কিছুতেই বাড়াবাড়ি করি কেন?

সূত্র: আনন্দবাজার

Bootstrap Image Preview