একজন অনলাইনে পেঁয়াজ অর্ডার করে মোবাইল ফোন পেয়ে গেল। ঘটনাটি কী বিশ্বাস হয়? এটি বাস্তবে সম্ভব! এমনি একটি অসম্ভব ঘটনাই ঘটেছে এক গ্রাহকের সঙ্গে।
মুম্বাইয়ের লোকেশ দাগা নামে এক বাসিন্দা সম্প্রতি অ্যামাজন থেকে মাউথওয়াশ অর্ডার করে পার্সেল খোলার পর ব্র্যান্ড নিউ রেডমি নোট ১০ (Redmi Note 10) হাতে পেলেন।
লোকেশ দাগা এক টুইটে ছবি দিয়ে অ্যামাজনকে (Amazon) উদ্দেশ্য করে জানান, মাউথওয়াশ অর্ডার করেছিলেন কিন্তু তিনি রেডমি নোট ১০ পেয়েছেন। তিনি আরও লেখেন, মাউথওয়াশ অফেরতযোগ্য ছিল। তাই অ্যাপের মাধ্যমে তিনি ফেরত দিতেও পারছেন না। আরেকটি টুইটে তিনি বিল সংক্রান্ত একটি সমস্যাও সামনে আনেন।
প্যাকেজে তার নাম থাকলেও বিলে অন্য কারো নাম রয়েছে বলে দাবি তার। তিনি নোটটি ফিরিয়ে দেয়া বা পুরো বিলটা দিয়ে দেয়ার কথাও জানান।