Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিথিলার চির যৌবন কামনা করলেন সৃজিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২১, ০২:৩১ PM
আপডেট: ২৫ মে ২০২১, ০২:৩১ PM

bdmorning Image Preview


জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলার জন্মদিন আজ (২৫ মে)। এদিন ৩৭-এ পা দিয়েছেন সৃজিত ঘরনি। আর এই বিশেষ দিনে ঘড়ির কাঁটায় রাত বারটা বাজতেই সামাজিক মাধ্যমে ভিডিওতে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত।

করোনার কারণে এই মুহূর্তে মিথিলা আটকে আছেন ঢাকায়। অন্যদিকে তার স্বামী নির্মাতা সৃজিত মুখার্জি রয়েছেন কলকাতায়।

এদিন মিথিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সৃজিতের পোস্ট করা ছবিতে দেখা যায় ভিডিও কলে তিন জায়গায় বসে আড্ডা দিচ্ছেন পরিবারের ৩ সদস্য-মিথিলা, সৃজিত ও আইরা। মিথিলার হাতে ধরা মুঠোফোনের ছবি কেউ তুলেছেন।

সৃজিত বললেন, ‘প্রার্থনা করি তুমি আজীবন চির-যুবতী থাকো!’। নাম না বললেও মার্কিন সংগীত তারকা, নোবলজয়ী শিল্পী বব ডিলানের প্রসঙ্গই এখানে টানলেন সৃজিত। মিথিলার জন্মদিনের ঠিক আগের দিন, ২৪ মে এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন।

উল্লেখ্য, গত বছর লকডাউনের সময়ও আলাদা ছিলেন ‘সৃজিলা’। ২০১৯ সালের ৬ই ডিসেম্বর কলকাতায় বিয়ে করেন তারা। এরপর থেকেই দুই বাংলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তারা।

Bootstrap Image Preview