Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহবাগে হকারের হাতে খুন হলেন আরেক হকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২১, ১০:২৮ AM
আপডেট: ২৯ মে ২০২১, ১০:২৮ AM

bdmorning Image Preview


রাজধানীর শাহবাগ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক হকারের হাতে আরক হকার খুন হয়েছেন। নিহতের নাম সেলিম (৫০)। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আখতার হোসেনের ছেলে এবং পেশায় একজন তরমুজ ব্যবসায়ী ছিলেন। জানা গেছে, ফুটপাতে বসাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে খুন করা হয়েছে তাকে।

শুক্রবার (২৮ মে) বেলা ১১টার দিকে শাহবাগ থানাধীন বঙ্গবাজার পুলিশ ফাঁড়ির পাশে ঘটে এই খুনের ঘটনা। ঘাতকের নাম সুলতান (৩৫) এবং তিনি পেশায় আখের রস বিক্রেতা।

পুলিশ জানিয়েছে, কে কোন জায়গায় বসবে এ নিয়ে কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। এক পর্যায় সুলতানকে কিল-ঘুসি দেয় সেলিম। সুলতান তার মেশিনের লোহার হ্যান্ডেল নিয়ে এসে সেলিমের মাথায় আঘাত করলে সেলিম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

এএসআই জয়নাল আবেদীন জানিয়েছেন, সুলতানকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Bootstrap Image Preview