Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের পর কাজ পাচ্ছেন না অভিনেত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২১, ১১:৫৭ AM
আপডেট: ৩০ মে ২০২১, ১১:৫৭ AM

bdmorning Image Preview


গেলো ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। দাম্পত‌্য জীবনে দারুণ সময় পার করলেও ক্যারিয়ারে খানিকটা ভাটা পড়েছে এই অভিনেত্রীর। নিজের পারিশ্রমিক নামিয়ে এনেছেন অর্ধেকে।

বিয়ের পর নায়িকাদের কাজ কমে যায়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ কথা বহুদিন ধরেই প্রচলিত! যদিও দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা আক্কিনেনিসহ অনেক অভিনেত্রীর ক্ষেত্রে তা হয়নি। কিন্তু চলচ্চিত্রে কাজল আগরওয়ালের চাহিদা অনেকটা কমে গেছে।

প্রসঙ্গত, কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মোসাগালু’। তার অভিনীত তামিল ভাষার দুটি সিনেমা মুক্তির প্রতীক্ষায় রয়েছে। এছাড়া তার হাতে রয়েছে তেলেগু ভাষার ‘আচার্য’, ‘পারভীন সাতাড়ু’, তামিল ভাষার ‘গোস্টি’, ‘ইন্ডিয়ান-২’, ‘প‌্যারিস প‌্যারিস’ সিনেমা। কিন্তু করোনার কারণে এখন সব সিনেমার শুটিং বন্ধ রয়েছে।

Bootstrap Image Preview