Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাবা-মা ছেড়ে যাওয়া সন্তানের প্রাণ বাঁচালেন মীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২১, ১২:০১ PM
আপডেট: ৩০ মে ২০২১, ১২:০১ PM

bdmorning Image Preview


দীপ হালদার। ছোটবেলা থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। এ কারণে তাকে ছেড়ে চলে গেছে বাবা-মা। সোনারপুরের বাসিন্দা দীপ ছোট থেকেই দাদা-দাদীর কাছে মানুষ হয়েছে। তার দাদা রিকশা চালান এবং দাদী পরিচারিকার কাজ করেন। থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ায় কয়েক মাস পর পর রক্ত দিতে হয় তাকে। গত বছর লকডাউনের সময় ছোট্ট দীপের জন্য রক্ত না পাওয়ায়, রক্ত জোগাড় করার তাগিদে পায়ে হেঁটে সোনারপুর থেকে কলকাতা চলে এসেছিলেন দীপের দাদী।

সম্প্রতি ফের দীপের জন্য রক্ত জোগাড় করা নিয়ে সমস্যার সৃষ্টি হয়। একপ্রকার অসহায় হয়ে পড়ে পরিবারটি। তবুও তারা হন্যে হয়ে রক্তের সন্ধান করছিলেন। পুরো ঘটনাটি শুনেই সময় নষ্ট না করে সাহায্যের জন্য এগিয়ে এলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ মীর আফসার আলি। রক্তদান করে এবারের মতো দীপের রক্ত না পাওয়ার চিন্তা দূর করলেন তিনি।

মীর নিজে তার এই রক্ত দানের ছবি কিংবা এই বিষয়ে একটি কথাও নেট মাধ্যমে শেয়ার করেননি। যে স্বেচ্ছাসেবী সংস্থার দৌলতে মীর খবরটি জানতে পেরেছিলেন এবং যাদের উদ্যোগে গোটা ব্যাপারটি সম্ভবপর হয়েছে, সেই ব্লাড মেটস সংস্থার সোশ্যাল মিডিয়া পেজেই মীরের রক্তদান করার ছবি ও গোটা বিষয়টি সামনে এসেছে।স্বাভাবিকভাবেই মীরের এই মানবিক গুণের ভূয়সী প্রশংসা করেছে নেটিজেনরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

Bootstrap Image Preview