Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাতারাতি গোঁফ গজিয়েছে শ্রীলেখার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২১, ১২:২৬ PM
আপডেট: ৩০ মে ২০২১, ১২:২৬ PM

bdmorning Image Preview


টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। রাতারাতি তার ইয়া বড় গোঁফ গজিয়েছে! এটি কীভাবে সম্ভব? শনিবার (২৯ মে) নেটমাধ্যমে কৌতুহলে ফেটে পড়েছে নেটাগরিকরা।

শ্রীলেখা জানিয়েছেন, লকডাউনে স্যালুনে যেতে পারছেন না। ফলে, ভ্রূ আর ঠোঁটের উপরে বাড়তি লোম গজিয়েছে। শনিবার সে দিকে চোখ যেতেই নিজেকে নিয়ে রসিকতা করার লোভ সামলাতে পারেননি। ছবিতে গোঁফের ইমোজি বসিয়ে নেটমাধ্যমে ভাগ করে নিতেই এই কাণ্ড। তার পরেই কটাক্ষ তাঁর, ‘নিজের ফুটেজেই জনপ্রিয় হচ্ছি!’

এই অভিনেত্রী আরও বলেন, 'আমায় কিছু বলতে হচ্ছে না। নেটাগরিকেরাই আমার হয়ে জবাব দিয়ে দিচ্ছেন।'

টালিগঞ্জের অভিনেত্রীদের বিরুদ্ধেও বিস্ফোরক শ্রীলেখা। তিনি বলেন, ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্তের সম্পর্ক, স্বজনপোষণ নিয়ে যখন মুখ খুলেছিলাম, তখন জনৈক অভিনেত্রী আমার বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন। আমার শরীর নিয়ে যখন এত নোংরামি হল, আমাকে ‘বাজারি’ বলা হয়েছিল, তখন তিনি কোথায়? এক বারের জন্যেও ইন্ডাস্ট্রির কেউ তো এ সবের প্রতিবাদ জানালেন না।'

সিনে দুনিয়ার বাইরের মানুষেরা বেশি ভাল। শ্রীলেখার উদাহরণ, ‘দেখুন, ওরা কী সুন্দর ‘গোঁফ এবং রসালো ঠোঁটের রেয়ার কম্বিনেশন’ খুঁজে নিয়েছেন।

সূত্র: আনন্দবাজার

Bootstrap Image Preview