Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছবি তুলতে এসে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২১, ১২:৩০ PM
আপডেট: ৩০ মে ২০২১, ১২:৩০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


পিরোজপুরের ইন্দুরকানীতে ছবি তুলতে এসে দশম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক মাসুম (৩০) কে শনিবার (২৯ মে) বিকালে উপজেলার দক্ষিন ইন্দুরকানী এলাকা থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মাসুম উপজেলার ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে ও দুই সন্তানের জনক।।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার চরহোগলাবুনিয়া মমিনউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী তার স্কুলের জন্য ছবি তুলতে ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজারে আসে। এসময় ওই স্কুলছাত্রীর প্রেমিক একই এলাকার তরিকুল ইসলামের সাথে দেখা করেন। তখন প্রেমিক তরিকুলের খালাতো দুলাভাইয়ের ছেলে দক্ষিন ইন্দুরকানী গ্রামে দুই সন্তানের জনক মাসুম হাওলাদার তাদেরকে দেখে তার বাড়িতে যাওয়ার জন্য বলে তরিকুলকে আগেই মাসুম তার বাড়িতে পাঠিয়ে দেয়।

পরে ওই স্কুল ছাত্রীকে মাসুম নিজের বাড়িতে না নিয়ে দক্ষিন ইন্দুরকানীর এনামুল মৃধার বাড়িতে নিয়ে দুই দিন আটকে রেখে ধর্ষণ করেন। পরে ওই স্কুলছাত্রী কৌশলে অন্যের ফোন দিয়ে তার প্রেমিক তরিকুলকে বিষয়টি জানালে তরিকুল ওই স্কুল ছাত্রীর স্বজনদের জানান। পরে স্কুল ছাত্রীর মামা ইন্দুরকানী থানা পুলিশের ঘটনাটি জানালে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে এনামুলের বাড়ি থেকে তাকে উদ্ধার করেন।

স্কুল ছাত্রীর মামা বলেন, আমার ভাগ্নি স্কুলের জন্য ছবি তুলতে ইন্দুরকানিতে গিয়ে বাড়িতে ফিরে না আসলে তাকে অনেক খোঁজাখুঁজির দুই দিন পরে তরিকুলের মাধ্যমে জানতে পারি তাকে একটি বাড়িতে আটকে রাখা হয়েছে। তখন ইন্দুরকানী পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করি।

ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ধর্ষক মাসুমকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview