Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কিডনি বেচাকেনা দালাল চক্রের ২ সদস্য আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২১, ১২:৪৫ PM
আপডেট: ৩০ মে ২০২১, ১২:৪৫ PM

bdmorning Image Preview


জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বারইল গ্রাম থেকে কিডনি বেচাকেনা দালাল চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- দুলু মিয়া (৬৪) ও নজমুল ওরফে কেরামত আলী (৪৫)। দুলু কালাই উপজেলার বফলগারী গ্রামের মৃত তোমেজ আলীর ছেলে ও কেরামত আলী একই গ্রামের আব্দুল করিমের ছেলে।

ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মণ্ডল জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরে জেলার বিভিন্ন এলাকার নিরীহ, ঋণগ্রস্ত ও দরিদ্র মানুষদের ফুসলিয়ে টাকার লোভ দেখিয়ে তাদের কিডনি বিক্রি করে আসছিলেন।

বারইল গ্রামে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে ৪ লাখ টাকার লোভ দেখায় এই দালাল চক্রের সদস্যরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত রয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তারা।

Bootstrap Image Preview