রাজধানীর ধানমন্ডিতে তিন কিশোর ছুরিকাঘাতে আহত হয়েছে। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হচ্ছেন, নাদিম (২১), সৌরভ (২০) ও সামস (২০)। এদের মধ্যে নাদিম স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল কুমার পাল বলেন, আহত দু'জনের মধ্যে সৌরভের পেটে ও সামসের হাতে-পিঠেসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাত ও মারধরের চিহ্ন রয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন। তবে কারা, কী কারণে তাদের ওপরে হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বলা যাবে।
আহতদের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, আহত তিন জনসহ কয়েকজন লেকের পারে ঘুরতে বের হয়েছিলেন। সেখানে সাত থেকে আট জন তরুণ তাদের মারধর ও ছুরিকাঘাতে আহত করে।
আহত সৌরভের বাসা মোহাম্মদপুর শের শাহ সুরি রোড। পড়াশোনা গুটিয়ে স্থানীয় একটি দোকানে কাজ করেন। তার বাবার নাম দীন ইসলাম। সামস পরিবারের সঙ্গে থাকেন সোহরাওয়ার্দী হাসপাতালের স্টাফ কোয়ার্টারে। তিনি কলেজ শিক্ষার্থী। তার বাবার নাম আজিজুল।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত দু'জনের মধ্যে সৌরভের অবস্থা আশঙ্কাজনক।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিকভাবে আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই দুই গ্রুপের পরিচয় ফেসবুকের মাধ্যমে। পরে বন্ধুত্ব হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, পরে মীমাংসাও হয়। আজও লেকের পাশে দুই গ্রুপ একত্রিত হয়। পরে সেখানে আবারও ঝগড়া হয় এবং এক গ্রুপ অন্য গ্রুপের ওপর হামলা চালায়।