কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি মোহাম্মদ আজিজ ওরফে আইয়াসের জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩ জুন) বিচারপতি কৃ্ষ্ণা দেবনাথ ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। অপরদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আমিরুল ইসলাম।
এর আগে, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে টেকনাফ শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর সিনহা। এ ঘটনায় গত বছরের ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদি হয়ে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জন পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন।
আদালত মামলাটির তদন্ত করার জন্য র্যাবকে আদেশ দেন। পরে গত ৬ আগস্ট মামলার প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে সিনহা হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় সাক্ষী মোহাম্মদ আইয়াসসহ সেসময় শামলাপুর চেকপোস্টের দায়িত্বে থাকা আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) ৩ সদস্যকে গ্রেফতার করে র্যাব। মোহাম্মদ আইয়াসকে এ মামলায় আসামি করা হয়।
এদিকে, ২০২০ সালের ১৩ ডিসেম্বর ওই মামলার অভিযোগপত্র (চার্জশিট) কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে দাখিল করা হয়।