Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনায় ১৬ মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২১, ১১:০২ AM
আপডেট: ০৪ জুন ২০২১, ১১:০২ AM

bdmorning Image Preview


রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে এক দিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালটির করোনা ইউনিটে এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যু।

হাতপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর মধ্যে ১০ জন করোনায় ও ৬ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে।

আগের দিন বৃহস্পতিবার হাতপাতালটির করোনা ইউনিটে মারা যান ৯ জন।

সীমান্তবর্তী জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় হঠাৎ করেই কিছুদিন থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। রাজশাহীর পাশের চাঁপাইনবাবগঞ্জে এই সংক্রমণ হার ৫০ শতাংশ ছাড়িয়ে যায়।

এই অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন গত ২৫ মে থেকে জেলাটিতে লকডাউন ঘোষণা করে। প্রথম সপ্তাহের লকডাউন শেষে সংক্রমণ কিছুটা কমলেও আবার বাড়ানো হয় লকডাউন। নতুন করে এক সপ্তাহ বাড়িয়ে চাঁপাইনবাবগঞ্জে লকডাউন দেয়া হয় ৭ জুন পর্যন্ত।

পাশের জেলা নওগাঁতেও সংক্রমণ বাড়তে শুরু করে এই সময়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন নিয়ামতপুর ও নওগাঁ সদর উপজেলায় সাত দিনের লকডাউন দেয় বুধবার রাত থেকে।

সংক্রমণ রাজশাহীতেও বেড়েছে গত কয়েক দিনে। সেখানেও সংক্রমণের হার ৫০ শতাংশের আশপাশে। এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Bootstrap Image Preview