Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তারেকের জন্য মহিলা দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২১, ১২:৩৮ PM
আপডেট: ০৪ জুন ২০২১, ১২:৩৮ PM

bdmorning Image Preview


চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য মহিলা দলের সবাইক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (৪ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে দোয়া মাহফিলে দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানসহ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলকে কেন্দ্র করে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যায়।

নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হলে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার গণআন্দোলন গড়ে তুলতে হবে। যারা ঐক্যের পক্ষে থাকবে না, ধরে নিতে হবে তারা দলের বিরুদ্ধে কাজ করছেন।

Bootstrap Image Preview