Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'সবুজ খামে ধূসর চিঠি'র মোড়ক উন্মোচন আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২১, ০৩:৫৩ PM
আপডেট: ০৫ জুন ২০২১, ০৪:১৫ PM

bdmorning Image Preview


প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হচ্ছে ম্যাগাজিন প্রকৃতি বার্তার তৃতীয় সংস্করণ। আজ শনিবার সন্ধ্যায় অনলাইনে জুম কমফারেন্সের মাধ্যমে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করা হবে।

"সবুজ খামে ধূসর চিঠি" শিরোনামে প্রকাশিত এ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শনিবার সন্ধ্যা ৭ঃ৩০টায় শুরু হয়ে চলবে ৯ঃ৩০টা পর্যন্ত।

অনুষ্ঠানে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আগামীর বাংলাদেশের করণিয় ও বর্তমান অবস্থা নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল-এর এসোসিয়েট প্রফেসর ড. শামসুননাহার খানম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ আলী, আর্টুলুশন বাংলাদেশের পরিচালক এ এস এম সুজা উদ্দিনসহ ১৩ জন অতিথি আলোচক।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন প্লাটফর্ম দ্য জার্নালিস্ট চ্যাট। ম্যাগাজিনটি প্রকাশক করছে পরিবেশ রক্ষায় কাজ করা প্রতিষ্ঠান 'প্রবৃত্ত'।

প্রবৃত্তের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মুবাশশিরা বিনতে মাহবুব বলেন, 'প্রকৃতি ও পরিবেশ রক্ষায় মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে আমরা কাজ করে যাচ্ছি। আমি আশা করি এই ম্যাগাজিন মানুষকে সচেতন করতে এবং পরিবেশ রক্ষায় নিজ নিজ জায়গা থেকে কাজ করতে উৎসাহ দেবে।'

মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি প্রবৃত্তের ফেসবুক পেজ (https://www.facebook.com/Probritto/) সরাসরি সম্প্রচার করবে।

Bootstrap Image Preview