Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে কলেজছাত্রী নিখোঁজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২১, ০৭:২৬ PM
আপডেট: ০৫ জুন ২০২১, ০৭:২৬ PM

bdmorning Image Preview
নিখোঁজ কলেজছাত্রী নুপুর বসু। ছবি : সংগৃহীত


ফরিদপুরের বোয়ালমারীতে কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে নুপুর বসু নামে এক ছাত্রী নিখোঁজ হয়েছেন। গত ২ জুন থেকে এখনও তার খোঁজ মেলেনি। তিনি উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। 

এ ঘটনায় কলেজ ছাত্রীর কাকা অশোক বসু বাদী হয়ে বোয়ালমারী থানায় অপহরণের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানা সূত্রে জানা গেছে, ওই কলেজছাত্রী গত ২ জুন সকাল ৯টার দিকে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাসা থেকে বের হন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মোবাইলে ফোনে দুইবার ফোন দেওয়া হলে ফোনটি রিসিভ হয়নি। তারপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। দুপুর ২টার দিকে তার খোঁজে বের হওয়ার পর জানা যায়, চৌরাস্তা নামক একটি স্থান থেকে ৪ যুবক তাকে জোর করে  তুলে নিয়ে গেছে।

কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ বলেন, ওই ছাত্রী কলেজে অ্যাসাইনমেন্ট বা খাতা জমা দিতে এসেছিল কিনা আমার জানা নেই। রেজিস্ট্রার দেখে জানাতে পারব।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম বলেন, কলেজছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালছে।

Bootstrap Image Preview