Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডিপিএলে ব্যাটিংয়ে ঝড় তুলেছেন সাব্বির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন ২০২১, ০১:০৩ PM
আপডেট: ০৭ জুন ২০২১, ০১:০৩ PM

bdmorning Image Preview


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রান তুলেছে শাইনপুকুর।

ওপেনিংয়ে নেমে ঝড় তুলেছিলেন সাব্বির। না, তিনি জাতীয় দলে খেলা সাব্বির রহমান নন, তিনি সাব্বির হোসেন। মাত্র ১৯ বলে ৪ চার ও ২ ছক্কার সাহায্যে ৩৬ রানের ইনিংস খেলেন তিনি।

ওপেনিংয়ে সাব্বিরের সঙ্গী তানজিদ হাসান তামিম করেছেন ১৬ বলে ২৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া রবিউল ইসলাম রবি ৩৪ রান করেন।

প্রাইম দোলেশ্বরের সামিম হোসেন ও রেজাউর রহমান রাজা দু’টি করে উইকেট নিয়েছেন। এছাড়া ফরহাদ রেজা ও কামরুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

Bootstrap Image Preview