ভারতীয় নেশার ট্যাবলেট বিক্রির সময় রাজশাহীতে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২১৬ টি ভারতীয় নেশার ট্যাবলেট ‘টাপেন্টাডল’ জব্দ করা হয়।
রবিবার রাতে রাজশাহী মেডিকেলের আউটডোরের দক্ষিণপ্রান্তের মাইক্রোস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার একটি দল।
গ্রেপ্তার হামিম (২৭) ও ফারুক (৩০) একই এলাকার মোকসেদ আলীর ছেলে।
আরএমপির মিডিয়া বিভাগ সূত্রে জানা গেছে, রাতে রাজপাড়া থানার এসআই মোখলেসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টিম রাজশাহী মেডিক্যালের আউটডোরের দক্ষিণপ্রান্তের মাইক্রোস্ট্যান্ডে অভিযান চালায়।
এ সময় নেশার ট্যাবলেট টাপেন্টাডল বিক্রির সময় দুই ভাইকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২১৬টি ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
নিষিদ্ধ মাদকপণ্য রাখা ও বিক্রি আইনে থানায় মামলা দায়ের করে তাদের সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, 'ভারতে তৈরি টাপেন্টাডল ট্যাবলেট ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে নেশাদ্রব্য হিসেবে ব্যবহৃত হওয়ায় সরকার সম্প্রতি এই ট্যাবলেট বিক্রি ও মজুদ নিষিদ্ধ করেছে।'
এটা ‘খ’ শ্রেণিভুক্ত একটি মাদক হিসেবে গেজেটে উল্লেখ করা হয়েছে।