রাজধানীর হাতিরঝিল থানায় পাচারের শিকার ২০ বছর বয়সী আরেক তরুণী গতকাল মামলা করেছেন। চলতি বছরের ৬ জানুয়ারি তার স্বামী জায়েদুল ইসলাম রনি তাকে ৪০ হাজার টাকায় ভারতে বিক্রি করে দেন। ১০ মে তিনি দেশে ফিরে আসেন।
মামলার এজাহারসূত্রে জানা গেছে, দুই বছর আগে রনির সঙ্গে তার বিয়ে হয়। রনি ট্রান্সসিলভা বাসের কন্ডাক্টর। ভারতের বৃদ্ধাশ্রমে চাকরি দেওয়ার কথা বলে ২ জানুয়ারি হাতিরঝিল মধুবাগ ব্রিজে নদী আক্তার ইতি নামে এক নারীর সঙ্গে তার পরিচয় করিয়ে দেন রনি।
৬ জানুয়ারি তিনি, রনি, নদী এবং সোনিয়া নামে আরেক নারী ঢাকা থেকে সাতক্ষীরা রওনা হন। সাতক্ষীরা সীমান্ত পার করে বিমানে করে তাদের চেন্নাই পাঠানো হয়।
সেখানে নদীর পরিচিত সালমান নামে এক লোক প্রাইভেট কার নিয়ে এসে ‘ওরে পাকাম স্টেট ব্যাংক’ এলাকার একটি বাসায় নিয়ে যান। নদী ৭০ হাজার টাকায় বিউটি ও আজহারুল নামে একটি চক্রের কাছে তাকে বিক্রি করে দেন।