Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গরীব পরিবারের মেয়ে প্রিয়া, তাই...!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২১, ১২:২৮ PM
আপডেট: ১১ জুন ২০২১, ১২:২৮ PM

bdmorning Image Preview


বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে দু'সন্তানের জননী গৃহবধূ পিয়ারা বেগম প্রিয়া স্বামী, শ্বশুর ও ননদের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। দা দিয়ে কুপিয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশ মারাত্মক জখম করা হয়েছে। আহত গৃহবধূকে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের হোসনাবাত গ্রামের মানিক তালুকদারের ছেলে সোহেল তালুকদারের স্ত্রী পিয়ারা বেগম। চার বছর পূর্বে তাদের বিয়ে হয়। প্রিয়ার পরিবার খুব গরীব ও অসহায়। বিয়ের পর থেকেই তার উপর প্রায়ই নির্যাতন করা হতো। বহুবার শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। বাবার বাড়ির অসহায়ত্বের কথা চিন্তা করে সব কিছুই মুখবুজে সহ্য করতেন।

গত বৃহস্পতিবার (৯ জুন) স্বামী, শ্বশুর ও ননদ মিলে প্রিয়াকে অমানবিক নির্যাতন করে। এ সময় প্রতিবেশীরা বাধা দিলেও তাতে কর্ণপাত করেনি শ্বশুরবাড়ির পরিবার। দেশীয় অস্ত্রের (দা) আঘাতে মারাত্মক ভাবে রক্তজখম করা হয় প্রিয়াকে। দায়ের এলোপাথাড়ি কোপে তার হাতে মারাত্মক জখম হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসীরা জানিয়েছেন, পিয়ারা বেগমকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছিল।

পিয়ারা বেগমের বাবার বাড়ি মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে। তার বাবার নাম মো. নুরুল হক হাওলাদার। পরিবারটি চরম অসহায়। মারাত্মক রক্তাক্ত জখম মেয়ের চিকিৎসা করার সামর্থ্যটুকুও নেই। এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। এলাকাবাসী এ নারকীয় ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবী জানিয়েছেন।

এ বিষয় বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,'এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে মামলা করলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

Bootstrap Image Preview