Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সংকেত না মেনে পুলিশের এএসআইকে চাপা দিয়ে মেরে ফেললো মাইক্রোবাস চালক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২১, ১২:৪২ PM
আপডেট: ১১ জুন ২০২১, ১২:৪২ PM

bdmorning Image Preview


চট্টগ্রামে সংকেত না মেনে পুলিশ সদস্যদের চাপা দিয়েছে একটি মাইক্রোবাস; এতে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন, আহত হয়েছেন এক কনস্টেবল।

শুক্রবার ভোরে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা মেহেরাজ ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাজী মো. সালাউদ্দিন লক্ষীপুর সদর থানার নাদেরুজ্জামানের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানায় কর্মরত ছিলেন। আহত হয়েছেন কনস্টেবল মো. মাসুম। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেস বড়ুয়া বলেন, টহল ডিউটিতে থাকা সালাউদ্দিন ভোর পাঁচটার দিকে মেহরাজ খান চৌধুরী ঘাটা এলাকায় শহরের দিকে আসা একটি হাইয়েস মাইক্রোবাসকে থামার সংকেত দিয়েছিলেন। কিন্তু মাইক্রোবাসটি না থেমে সামনে দাঁড়িয়ে থাকা সালাউদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, পরে পুলিশ ধাওয়া করে চান্দগাঁও বোর্ড স্কুল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি আটক করেছে। সালাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

Bootstrap Image Preview