Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পরীমণিকে ধর্ষণ চেষ্টার মামলায় নাসির উদ্দিনসহ ৩ আসামি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০৩:২৬ PM
আপডেট: ১৪ জুন ২০২১, ০৩:২৬ PM

bdmorning Image Preview


ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণির মামলা করার পর নাসির উদ্দিনসহ ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ২ জনের নাম উল্লেখ করে মামলা করেন পরীমণি। এছাড়াও আরও ৪ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিনেত্রী পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি নাছির উদ্দিন মাহমুদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

আজ দুপুরে রাজধানীর উত্তরার বাসা থেকে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

এদিকে আজ সোমবার (১৪ জুন) দুপুরে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী গণমাধ্যমকে বলেন, ‘পরীমণির দেয়া লিখিত অভিযোগ সাভার থানায় আমালে নেওয়া হয়েছে। যেহেতু ঘটনাস্থল ‘ঢাকা বোর্ড ক্লাব’ সাভার থানাধীন বিরুলিয়ায় অবস্থিত।’

তিনি বলেন, ‘পরীমণির করা অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। শিগগিরেই তদন্ত কার্যক্রম শুরু করা হবে। এই মূহুর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না।’

এর আগে, রোববার (১৩ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানীর নিজ বাসায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার বিস্তারিত জানান ঢালিউড নায়িকা পরীমণি। তুলে ধরেন তার সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিবরণ।

Bootstrap Image Preview