Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বামীর সন্ধানে চেয়ে প্রধানমন্ত্রীর কেছে চিঠি লিখলেন আবু ত্ব-হার স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২১, ০২:১৫ PM
আপডেট: ১৫ জুন ২০২১, ০২:১৫ PM

bdmorning Image Preview


ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ দুই সঙ্গী ও গাড়িচালকের সন্ধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়ে একটি চিঠি লিখেছেন তার স্ত্রী সাবিকুন্নাহার। গতকাল চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে জমা নেয়া হয়েছে বলে জানান তিনি।

চিঠিতে ত্ব-হার স্ত্রী বলেন, গত ৮ই জুন রাতে রংপুর থেকে ঢাকা আসার পথে আবু ত্বহা মোহাম্মদ আদনান, তার দুই সঙ্গী ও গাড়ি চালক নিখোঁজ হন। তাদের ব্যবহৃত গাড়ি কোথাও পাওয়া যাচ্ছে না। গত চার দিন ধরে খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। দারুস সালাম ও পল্লবী থানায় গিয়ে কোনো আইনি সাহায্য পাইনি।'

প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে চিঠিতে তিনি বলেন, 'আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারও সহযোগিতা না পেয়ে আপনার বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি।

আপনি এদেশের প্রধানমন্ত্রী, একজন মমতাময়ী মা এবং আমাদের মতো সাধারণ মানুষের কারও মা, কারো বোন, কারো অভিভাবক। আপনাকে আমার মা অভিভাবক মেনে আপনার কাছে দুই হাত জোর করে আমার স্বামী নিখোঁজ আবু ত্বহা মোহাম্মদ আদনানকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছি।

আবু ত্বহা কোনো অপরাধ করে থাকলে, তাকে আইনের কাছে সোপর্দ করা হোক।   

আমার স্বামী আবু ত্বহা মোহাম্মদ আদনান, তার দুইজন সঙ্গী এবং গাড়িচালকের জীবন রক্ষার্থে আপনার হস্তক্ষেপ ও দয়া ভিক্ষা চাচ্ছি।

Bootstrap Image Preview